দেশের অস্থিরতা কাটিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি মাসের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ৫ হাজার ৯৯ কোটি ৬১ লক্ষ। এই অর্থ গত বছরের একই সময়ের তুলনায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বেশি। এ হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ডলার।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগে গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা।