কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, সিপিডির দলিল প্রাইভেটাইজেশনের পক্ষে বায়াসড। আমরা আশা করব আজকের পর তারা সরে আসবে।
সোমবার (৪ নভেম্বর) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হল রুমে ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে?’ বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সিপিডির সুপারিশ বিশেষ ফোকাসড প্রাইভেটাইজেশনের পক্ষে, সেটা ভুল। জনগণের অংশগ্রহণের কোনো চিন্তা নেই তাদের ডকুমেন্টে।
বিগত সরকার সমাজতন্ত্রের নামে নিউ লেভেল ইকনোমি বাস্তবায়ন করেছেন। এখানে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, কোম্পানির স্বার্থে কাজ করেছে। এই নিউ লেভেল ইকনোমি, এটা ছুড়ে ফেলে দিতে হবে। আমলাতন্ত্র বিনাশ করতে হবে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র।
তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে করবেন সেটি ফ্যাসিজম, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন। আপনাকে সর্বত্র জনগণকে যুক্ত করতে হবে। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হতে হবে। শুধু আইন প্রণয়ন নয়, সিদ্ধান্ত গ্রহণে জনগণকে যুক্ত করতে হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএস জিয়া-উল-আজিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড এম শামসুল আল ।