সূচক বেড়ে চলছে উভয় পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:28:27

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সূচক বেড়ে চলছে এদিনের কার্যক্রম। সকাল সোয়া ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। তবে সিএসসিএক্স বেড়েছে ১০ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। সকাল পৌনে ১১টায় সূচক ১৫ পয়েন্ট বাড়ে। তবে সোয়া ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৫১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সকাল সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুনা সু, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমিরন কেবল, জেনেক্সিল, নূরানি, মুন্নু স্টাফলারস, ইউনাইটেড পাওয়ার, আেইবিপি, বিপিএমএল এবং অ্যাডভেন্ট।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৪৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করে।

সকাল সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামউন্ট টেক্সটাইল, বিপিএমএল, সিনোবাংলা ইন্ডান্ট্রিজ, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, কেটিএল, নর্দান ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং দেশবন্ধু ইন্ডাস্ট্রিজ।

এ সম্পর্কিত আরও খবর