সূচক বেড়ে উভয় পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:15:39

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক বেড়ে চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। তবে সিএসসিএক্স বেড়েছে ১২ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা পৌনে ১১টায় সূচক ১১ পয়েন্ট বাড়ে। তবে বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৪০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক শুন্য দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে-  ফরচুনা সু, মুন্নু সিরামিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, নুরানী, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল পলিমার, শাশা ডেনিমস, এসকে টিম্বার, অ্যাডভেন্ট এবং মুন্নু স্টাফলারস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, শাশা ডেনিমস, লিবরা ইনফিউশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, আরডি ফুড, ফরচুনা সু, জিএসপি ফাইন্যান্স, অ্যাডভেন্ট এবং আইএলএফএসএল।

এ সম্পর্কিত আরও খবর