‘সব সূচকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান’

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:31:57

‘আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। সামাজিক নিরাপত্তার আওতায় জনগণ ভোগ করছে ইতিবাচক পরিবর্তনের সুবিধা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বর্তমান সরকারের নেতৃত্বে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এইচএসবিসি’র ভিসা ডেবিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাত্র ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক একাউন্ট নিবন্ধনের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রবর্তনের সাহসী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’

এইচএসবিসি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছে উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, বিমানের ড্রিমলাইনার সংযুক্তি, লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণে এইচএসবিসির রয়েছে অর্থায়ন, যা বিশ্বের বুকে আমাদের গৌরবময় অবস্থানের পরিচয় বহন করছে।’

ভিসা ডেবিট কার্ড সংযোজন এইচএসবিসির ব্যাংকিং পরিসেবায় নতুন মাত্রা যোগ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে অধিক সংখ্যক নাগরিক এ ব্যাংকের সেবা গ্রহণ করার সুযোগ পাবে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করবে।’

অনুষ্ঠানে ভিসা ডেবিট কার্ড ব্যবহারকারী ভ্যালুড কাস্টমারদের হাতে কার্ড তুলে দেন স্পিকার ড. শিরীন শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের সিইও ফ্রাসোয়া ডি ম্যারিকো শুভেচ্ছা বক্তব্য দেন। এইচএসবিসি’র হেড অব রিটেইল ব্যাংকিং আহমেদ সাইফুল ভিসা ডেবিট কার্ডের সুযোগ সুবিধা তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, এইচএসবিসি’র ডেপুটি সিইও মাহবুবুর রহমান এবং এইচএসবিসি বাংলাদেশের ভিসা ডেবিট কার্ড ব্যবহারকারী ৪৫০ জন গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর