জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 16:59:58

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন এবং সেক্রেটারি জেনারেল ইব্রাহীম খলিল ফয়সাল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতৃবৃন্দ।

২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি (ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট) এস এম বেলাল উদ্দিন, ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) সুবাহ আফরিন ও মো. ইমাম হাসান, ভিপি (ভাইস প্রেসিডেন্ট) মো. সাদ্দাম হোসেন, মো. তানভীর হাসান ও অদ্রিকা এষণা পূর্বাশা, এসজি (সেক্রেটারি জেনারেল) ইব্রাহীম খলিল ফয়সাল, ট্রেজারার মো. সামিন রহমান এবং জিএলসি (জেনারেল লিগ্যাল কাউন্সেল) জীবন আহমেদ।

কমিটিতে আরও রয়েছেন- ট্রেইনিং কমিশনার মাসুদ, ডিরেক্টর দাউদ মাহমুদ অভিন, জেবা মালিহা, আরিয়ানুল ইসলাম, সুরভি ইয়াসমিন, আহমেদ ওয়াজেদুল হক খান, মো. সাব্বির হাসান, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট রিয়েল আহমেদ এবং কমিটি চেয়ার রবিউল ইসলাম ও আব্দুর রহমান খান বাপ্পি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান। জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৪ সালের চতুর্থ জেনারেল মেম্বার্স মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন বলেন, আমরা সারাদেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।

এ সম্পর্কিত আরও খবর