সূচক বৃদ্ধি পেয়ে উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:57:16

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বেড়ে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে সূচক গত কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট কমে যায়। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৪৩ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, লিগ্যাসি ফুটওয়্যার, ফরচুন সু, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার এবং মার্কেন্টাইল ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, এসএ পোর্ট, এসআইবিএল, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, জেনিক্সেল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর