সূচক বেড়ে চলছে উভয় পুঁজিবাজারে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:31:40

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক বেড়ে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে সূচক গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বাড়ে। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৬৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- স্কয়ার ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, লিন্ডে বাংলাদেশ এবং গ্রামীণ ফোন।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৬৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, এপেক্স ফুড, এসএ পোর্ট, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর