সূচক কমে উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 05:42:35

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক কমে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ২ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে সূচক গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৪৭ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭২২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, মুন্নু সিরামিকস, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্নু স্টাফলারস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতী ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মা।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২ পয়েন্ট কমে ১০ হাজার ৬২০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, সিলভা ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো, প্যারামাউন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ার, এসএ পোর্ট, কুইনস সাউথ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং জেএমআই সিরিঞ্জ।

এ সম্পর্কিত আরও খবর