করের হার কমিয়ে করের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 23:34:01

 

করের হার কমিয়ে প্রয়োজনে করের আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, দেশে ছোট বড় যত প্রতিষ্ঠান করের আওতার বাইরে রয়েছে তাদেরকে কর প্রদানে উৎসাহিত করা হবে। পাশাপাশি প্রয়োজনে বিদ্যমান কর হার কমানো হবে। তারপরও করের আওতা বাড়ানো হবে। করের আওতায় বাড়লে সরকারের প্রকল্পগুলো বাড়বে, দ্রুত বাস্তবায়নও হবে।

রোববার (৩ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 'অংশীজন রাজস্ব সংলাপ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে এনবিআরের কর অঞ্চল-১। তিনি বলেন, করদাতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে করের আওতা বাড়াতে চাই।’

এনবিআর এখন আয়কর না দেওয়ার কারণ অনুসন্ধান করছে’ উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ১৮কোটি মানুষের দেশে মাত্র ২০ লাখ লোক রিটার্ন বাবদ কর দেয়। এটা লজ্জার, করের আওতা বাড়াতে হবে। তিনি বলেন, উন্নত দেশেগুলোতে দেশের জিপির তুলনায় কর আহরণের হার বেশি। আমাদের দেশের তার পরিমাণ মাত্র ১০ শতাংশ।

লাইফস্টাইল দেখে কর নির্ধারণ করার চেষ্টা চলছে জানিয়েছে মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে ঢাকার বাসা-বাড়িসহ অন্যন্য জায়গায় জরিপ চালানো হচ্ছে। এনবিআরের পক্ষ থেকে কয়েকটি টিম কাজ করছে। তাদের করা নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা করদাতাদের সঙ্গে খারাপ আচরণ না করে। এমনকি করদাতাদের মধ্য যাদের সামর্থ্য আছে কিন্তু গত ১০ বছর ধরে কর দিচ্ছে না। এমন ব্যক্তিদের আগের তথ্য যেন না চাওয়া হয়। সে জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের পরিবহন সেক্টরগুলোতে প্রচুর ইনকাম হয়। কিন্তু তারা করের আওতার বাইরে রয়েছে। গত বছর তাদের করের আওতায় আনার চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু বড় দল আছে যারা কর এড়িয়ে চলে। তাদের সঙ্গে আলোচনা করে কর আদায় করতে গেলে যাত্রীদের ওপর ভাড়া বাড়িয়ে দেয়ে। ফলে সরকার বিব্রত হয়। তাই করতে পারিনি। এখন সময় এসেছে তাদেরকে যথাযথ করের আওতায় নিয়ে আসার বললেন এনবিআরের চেয়ারম্যান। 

জিডিপি যত সোর্স থেকে আসে, রাজস্বও সকল সোর্স থেকে আসা উচিৎ উল্লেখ করে তিনি বলেন, অনেকেই অপ্রদর্শিত অর্থ দিয়ে সম্পত্তি কিনে ফেলে রেখে থাকেন। তারপর সম্পদের দাম বাড়ে কিন্তু সেই অনুসারে কর দেয় না। তাদের করের আওতায় আনা হবে। প্রয়োজনে জমির রেজিস্টিশন ফি সমন্বয় করা হবে। 

এনবিআরের সকল কর্মকর্তাদের আরো বেশি করদাতা বান্ধব হতে হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের প্রত্যকে সৎ হতে হবে। দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। কেউ যদি অন্যায় করে তাদের  ছাড় দেওয়া হবে না। শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত তৈরি করা হবে। যাতে আমাদের সম্পর্কে করদারা যাতে দৃষ্টিভঙ্গি বদলায়।

কর অঞ্চল-১ এর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কালিপদ হালদার, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রিলায়েন্স ফিন্যান্সের এমডি ড. জালাল উদ্দিন, কাতার এয়ারওয়ে এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জয়প্রকাশ নায়ার।

অনুষ্ঠানে এছাড়াও দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স থেকে ভ্রমণ কর  দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর