সূচক বেড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-15 05:56:31

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক বেড়ে চলছে এ দিনের লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১০ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় ১০টা ৩০ মিনিটে, এরপর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক সূচক ১৩ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক একটানা বাড়তে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে মাত্র ৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৯৩ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সিঙ্গার বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরাকিস, ডাচ-বাংলা ব্যাংক, ফরচুন সু, বাংলাদেশ সাবমেরিন কেবল, ন্যাশনাল পলিমার, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক এবং ঢাকা ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৫৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, এসকে টিম্বার, ইনটেক অনলাইন, ডোরিন পাওয়ার, ঢাকা ব্যাংক, রূপালী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার এবং সিঙ্গার বিডি।

এ সম্পর্কিত আরও খবর