সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী লেনদেন

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-27 16:08:40

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে ৬ হাজার ২৬৮ দশমিক ৪২ পয়েন্টে নেমে গেছে। ১২ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে ২ হাজার ২৮৩ দশমিক ২২ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৪০২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে গ্রামীণফোনসহ বড় কয়েকটি কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৫৫৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫১৮ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর। এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬২ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭২০ দশমিক ৬৬ পয়েন্টে নেমে গেছে। ৯০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ২৩৪ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৪৪ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।

এ সম্পর্কিত আরও খবর