সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 04:17:11

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মার্চ) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। তবে অন্যান্য সূচকগুলো কমেছে। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৫০ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে। প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক প্রায় ১০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক একটানা বাড়তে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৫ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বাড়ে। তবে দুপুর ১২টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭০০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৩০১ পয়েন্টে।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ২৭৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ডাচ-বাংলা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, উত্তরা ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, রূপালী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং প্রিমিয়ার ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬০৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করে।

এদিন দুপুর ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মারিকো, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, রেকিট বেনকিজার এবং কে অ্যান্ড কিউ।

এ সম্পর্কিত আরও খবর