বিদ্যুৎচালিত যানগুলোকে নীতিমালায় আনতে হবে: টিপু মুনশি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:06:14

দেশে বিদ্যুৎচালিত যানগুলোকে সঠিক নীতিমালার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৩মার্চ) রাজধানীর একটি হোটেল ‘ডায়লগ অন প্রসপেক্টস অ্যান্ড পলিসি অফ ইলেক্ট্রিক ভিহিক্যালস ভেহিক্যালস ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। বিজনেস ইনিশিয়েটিভ  লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও জাপান এক্সটার্নাল টেড অরগানাইজেশন(জেল্ট্রো) সভার আয়োজন করে।

টিপু মুনশি বলেন, পরিবহন সেক্টরের উন্নয়নে ইলেক্ট্রনিক ভেহিক্যালস সেক্টরের বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য সঠিক নীতিমালা আনা দরকার। ভেহিক্যালসকে নিবন্ধন ও নিয়ন্ত্রনের আনাতে হবে। পাশাপাশি ভেহিক্যালসগুলোর চার্জের জন্য আলাদা এলাকা দরকার। পরিবেশ সুরক্ষায় ব্যাটারি রিসাইকেলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, ভেহিক্যালস খাতসহ সব খাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য বিডা কাজ করতে পারে। তার জন্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজনেস ইনিশিয়েটিভ  লিডিং ডেভেলপমেনন্টের(বিল্ড) সাবেক চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, জাপান এক্সটার্নাল টেড অরগানাইজেশনের (জেল্ট্রো)  কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দাইসুক আরাই এবং বিল্ডের এডিশনাল রিচার্চ ফেলো তামিম জামী প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর