সূচকের ওঠানামায় চলছে পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-27 15:44:41

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৮ মার্চ) সূচকের ওঠানামায় লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১৪ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক প্রায় ২০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট বাড়ে। ১০টা ৫২ মিনিটে সূচক আগের দিনের চেয়ে কমে যায়। বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬৪৬ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২৮৯ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ডাচ-বাংলা ব্যাংক, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, লিগ্যাসি ফুটওয়্যার, বাটা সু, মারিকো এবং উত্তরা ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ৫০০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, আরডি ফুড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, সিভিও পেট্রোকেমিকেল, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ-হোলসিম বাংলাদেশ, ডাচ-বাংলা ব্যাংক, আরএন স্পিনিং, উত্তরা ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।

এ সম্পর্কিত আরও খবর