'সরল সুদে ব্যাংকের ঋণ গণনা করা হবে'

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-29 21:50:41

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'দেশের ব্যাংকিং সেক্টরে ব্যবসায়ীদের ওপর সুদের চাপ কমাতে কম্পাউন্ট (জটিল) সুদের পরিবর্তে সরল সুদে ঋণ গণনা করা হবে।'

তিনি বলেন, ‘আগামী বাজেট থেকে সরলভাবে ব্যাংকের ঋণের সুদ গণনা করা হবে। যে ব্যবসায়ীরা জটিল সুদের কারণে ব্যাংকের ঋণ খেলাপি হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’

অর্থমন্ত্রী মোস্তাফা কামাল শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের একনিক সম্বেলন কক্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, 'বিদেশের কোনো ব্যাংকে কম্পাউন্ট ইন্টারেস্ট লোন দেওয়া হয় না। শুধু আমাদের দেশের এ সুদের ব্যবস্থা রয়েছে, এট বন্ধ করতে হবে।’

তিনি বলেন, 'দেশের ব্যাংকিং সেক্টরে কয়েক যুগ ধরে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এ ত্রুটি বিচ্যুতি এখন বড় করে দেখা দিয়েছে। যা সহজে পূরণ করার নয়।’

মন্ত্রী বলেন, ‘দেশের ব্যাংকগুলো কয়েক যুগের ঋণ খেলাপি নিয়ে চলতে পারে না। এখন ব্যাংকগুলোর কাজ শুরু করতে হবে এজন্য খেলাপি ঋণ অবলোপন করতে ব্যাংকগুলোর ব্যালেন্স শিট পরিস্কার করতে হবে। পঞ্চাশ বছর বা পঁচিশ বছর ধরে এ ঋণ চলতে পারে না। এ দীর্ঘ দিনের খেলাপি ঋণ বাদ দিতে হবে।’

মোস্তফা কামাল বলেন, 'অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আ্ইনী ব্যবস্থা নেব। ভালো ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ দেব।'

তিনি আরো বলেন, 'আগামী বছর জিডিপি প্রবৃদ্বি ৮ দশমিক ১১ থেকে ৮ দশমিক ২৫ হতে পারে। গত কয়েক বছর ৭ শতাংশ ওপরে জিডিপি হচ্ছে।'

মন্ত্রী বলেন, 'খেলাপি ঋণ ও দেওলিয়া আইনের সংশোধন করে নতুন আইন করা হবে।’

কামাল বলেন, 'এক ব্যবসায়ীর পাঁচ থেকে ছয় কোম্পানি হলে, একটি কোম্পানি খেলাপি হলে তার সব কোম্পানি বন্ধ করা হবে। ব্যাংক শুধু ঋণ খেলাপি কোম্পানি বন্ধ করতে পারবে।'

এ সম্পর্কিত আরও খবর