জিডিপিতে বিনিয়োগের হার সাড়ে ৩১ শতাংশ

বিবিধ, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 15:08:01

দেশে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা। গত অর্থবছরে টাকার অংকে যা ছিল ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথম আট মাসে জিডিপিতে বিনিয়োগের পরিমাণ ৩১ দশমিক ৫৭ শতাংশ।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম আট মাসের জিডিপিতে মোট বিনিয়োগের মধ্যে বেসরকারি বিনিয়োগের পরিমাণ হচ্ছে ২৩ দশমিক ৪০ শতাংশ । গত অর্থবছরে জিডিপিতে বিনিয়োগের পরিমাণ ছিল ৩১ দশমিক ১৩ শতাংশ।

মঙ্গলবার (১৯ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসিব তথ্য জানান। বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর  সংশোধিত বরাদ্দ চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। প্রতি খাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে।’

গত অর্থবছর শেষে যেখানে মাথাপিছু আয় ছিল এক হাজার ৭৫২ ডলার, তা এখন দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ ডলারে। অর্থাৎ আট মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৭ ডলার।

এ সম্পর্কিত আরও খবর