বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনে ৫ সদস্যের কমিটি

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 09:05:45

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনীর লক্ষ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মার্চ) ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর আওতায় বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনীর লক্ষ্যে কমিশনের নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীর জন্য সুপারিশ করবে।

পুঁজিবাজারে আসতে ইচ্ছুক কোম্পানির যোগ্য বিনিয়োগকারীর মাধ্যমে কাট অব প্রাইসে নির্ধারণে অনিয়মের অভিযোগ উঠলে এ বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করতে যাচ্ছে কমিশন। ২০১৫ সালের ডিসেম্বরে পাবলিক ইস্যু রুলস প্রণয়ন করা হয়। কিন্তু পরবর্তীতে এক দফা সংশোধন করে ২০১৭ সালের ৬ জুলাই সংশোধনী প্রকাশিত হয়।

এ সম্পর্কিত আরও খবর