আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৫০ শতাংশ: অর্থমন্ত্রী

বিবিধ, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 16:17:11

আগামী ২০১৯-২০২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ৫০ শতাংশ স্পর্শ করবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, ‘আগামী বাজেট এমনভাবে তৈরি করা হবে, যাতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫০ শতাংশ হবে। আমি আশাবাদী বিভিন্ন খাতে যে প্রবৃদ্ধি হয়েছে তাতে এ উচ্চ প্রবৃদ্ধি আশা করা অমূলক হবে না।’

মঙ্গলবার (১৯ মার্চ) অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সাথে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান ও মোস্তাফিজুর রহমান এ আলোচনায় উপস্থিত ছিলেন।

সকালের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার অনুমোদনের পর প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০১৮-১৯ অর্থবছরে জিডিপির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। যেখানে গত অর্থবছর ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে মোট জিডিপি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে দেশের মানুষের মাথাপিছু আয়। বেড়েছে বিনিয়োগের পরিমাণও। তবে কমেছে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির পরিমাণ।’

মন্ত্রী বলেন, ‘অর্থনীতিবিদরা শিক্ষাখাতে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। আশা করি, সেই বরাদ্দ দেওয়া হবে। তবে প্রতিটা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়, তা কি তারা জানেন না?’ 

এ সম্পর্কিত আরও খবর