সোমবার বিএসইসি’র সংবাদ সম্মেলন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:44:46

দেশব্যাপী বিনিয়োগকারীদের জন্য ‘বিনিয়োগ শিক্ষা কর্মসূচি’ গ্রহণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কমিশন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ২০১৭ সালের ৮ জানুয়ারি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। সেই কর্মসূচিকে এগিয়ে নিতে কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। স্বল্প মেয়াদি পরিকল্পনা অনুসারে কমিশন দেশের সকল বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য কনফারেন্সের আয়োজন করছে কমিশন।

সেই উদ্যোগের আওতায় আগামি ২৮ মার্চ ঢাকায় এবং ৩০ মার্চ চট্টগ্রামে বিভাগীয় কনফারেন্স হবে। ঢাকায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর