ভ্যাটের হার নি‌য়ে এন‌বিআর-ব্যবসায়ীরা একমত

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 14:40:51

চলতি বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। এতে ভ্যাটের হারের বিষয়ে এন‌বিআর ও ব্যবসায়ীরা ঐক্যমত্যে পৌঁছেছে বলে জা‌নি‌য়ে‌ছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর কাকরাই‌লের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা উদ্বোধনকালে তি‌নি এ কথা জানান।

অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা চালুর ফ‌লে এখন ব্যবসায়ীরা নিজ প্রতিষ্ঠানে ব‌সেই ভ্যাট রিটার্ন দাখিল কর‌তে পার‌বেন। এছাড়া প্রতিদিনের লেনদেনের তথ্য প্রদান কর‌তে পারবেন। এতে ক‌রে এক‌দি‌কে রাজস্ব আহরণ বাড়‌বে অন্য‌দি‌কে রাজস্ব অফিসে আসার ভোগা‌ন্তিও পোহা‌তে হ‌বে না ভ্যাট দাতা‌দের।

এনবিআর চেয়ারম্যান ব‌লেন, '২০১৯ সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। ভ্যাট হারের বিষয়ে ইতোমধ্যে ব্যবসায়ীরা ও এনবিআর ঐক্যমত্যে পৌঁছেছি। ‌ভ্যা‌টের ক‌য়েক‌টি স্তর হ‌বে। এ বিষ‌য়ে ভ্যাট দাতা‌দের ভ‌য়ের কিছু নেই। কিছু কিছু ক্ষে‌ত্রে ১৫ শতাংশ ভ্যাট হার থাক‌লেও রেয়া‌ত সু‌বিধার আওতায় অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হ‌বে।'

তি‌নি ব‌লেন, 'কিছু আমদা‌নিকারক আছে যারা সব জায়গায় সব সময় ভ্যাট ফাঁকি দি‌তে চায়। এরা নামমাত্র ভ্যাট দি‌য়ে আমদা‌নি রফতা‌নি কার্যক্রম ক‌রে। এ রকম কোম্পা‌নি চাই না।'

ব্যবসায়ী‌দের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান ব‌লেন, 'অনলাইনে ভ্যাট রে‌জিস্ট্রশন কর‌বেন। এখন থে‌কে মা‌সে একবার অনলাইনে রিটার্ন দা‌খিল কর‌বেন আর প্র‌তি‌দিন লেনদেনের তথ্য প্রদান কর‌বেন।'

অনুষ্ঠানে ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন এফ‌বি‌সি‌সিআই‌য়ের সি‌নিয়র ভাইস প্রে‌সি‌ডেন্ট শেখ ফজ‌লে ফা‌হিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সহ-সভাপ‌তি গোলাম মাঈনু‌দ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব ক‌রেন এনবিআর সদস্য (মূসক নী‌তি) মো. রেজাউল হাসান।

এ সম্পর্কিত আরও খবর