বাজেটে পোশাক খাতকে ভ্যাটমুক্ত রাখার দাবি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:48:59

আগামী (২০১৯-২০১০) অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে এ খাতের কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

সোমবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) কনফারেন্স কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিপিজিএমইএ ও বিটিএমএ প্রতিনিধিরা এই দাবির পাশাপাশি করপোরেট কর কমানোর আহ্বান জানিয়েছেন।

এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনবিআরের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআর-এর উদ্দেশ্যে বিজিএমইর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘তৈরি পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং খাতের কোম্পানিগুলোর জন্য দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পলিসি করেন। যাতে প্রতিবছর পলিসির জন্য আপনাদের কাছে আসা না লাগে।’

তিনি বলেন, ‘এখন ব্যবসা মন্দা যাচ্ছে। শতভাগ রফতানিমুখী এ খাতকে ভ্যাটমুক্ত করেন।’ একই সঙ্গে স্ট্যাম ডিউটি রহিত করার দাবি জানান তিনি। এছাড়াও করপোরেট কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ রাখার দাবি জানান সিদ্দিকুর।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিইএ) সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আসছে বাজেটে বিজিএমইর মতো রফতানিমুখী কোম্পানিগুলোর করপোরেট কর সমান করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘প্লাস্টিক রিসাইকেলিং শিল্পকে ভ্যাট ও আয়করমুক্ত রাখবেন। যাতে শিল্পকে দ্রুত বিকাশ করা যায়।’

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, ‘পোশাক শিল্পের মতই বিটিএমএ-সহ রফতানিমুখী কোম্পানিগুলোকে করপোরেট ট্যাক্স রাখার দাবি জানাই।’

এ সময় অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও একই দাবি জানিয়েছেন।

দাবির প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোনোক্রমে কর ও ভ্যাট ‍ মুক্ত রাখা যাবে না।’

তবে রফতানিমুখী সব খাতের কোম্পানিকে পোশাক খাতের মতোই করপোরেট রাখার প্রস্তাব করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও খবর