৯ শতাংশ সুদে খেলাপি ঋণ পরিশোধ: অর্থমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:08:50

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘৯ শতাংশ সুদে খেলাপি ঋণ পরিশোধ করা যাবে। খেলাপি ঋণ কমানোর জন্য মোট ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সরল সুদে খেলাপি ঋণ পুনর্গঠনের আওতায় এ ঋণ পরিশোধ করা যাবে।’ 

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের বোর্ড সভায় যোগ দিতে যাওয়ার আগে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

খেলাপি ঋণ ১২ বছরে পরিশোধ করা যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো খেলাপি ঋণ আদায় করতে খেলাপিদের দেশে বিদেশে সম্পদও ক্রোক করতে পারবে।’

এ সময় ব্যাংক ও বীমা কোম্পানির পরিশোধিত মূলধন হবে যথাক্রমে এক হাজার কোটি ও ৫০০ কোটি টাকা বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘ইন্সুরেন্স রেগুলেটরি অথরিটি এখন থেকে চিন্তা ভাবনা করবে কিভাবে মেগা প্রকল্প পদ্মা ব্রিজ ও রূপপুর পাওয়ার প্রজেক্টকে বীমার আওতায় আনা যায়। তারা এর ব্যবস্থা করবে।’

এ সম্পর্কিত আরও খবর