আবারও ‘পচন’ ধরেছে আট ব্যাংকের শেয়ারে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 11:15:39

মাত্র দু’মাসের ব্যবধানে আবারও পচন ধরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি ব্যাংকের শেয়ারে। এর মধ্যে দুটি ব্যাংকের শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। আর বাকি ছয়টি ব্যাংকের শেয়ারের দাম অভিহিত মূল্যের কাছাকাছি।

চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ২ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

ব্যাংকগুলো হচ্ছে- আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং আরব-বাংলাদেশ ব্যাংক (এবি ব্যাংক) লিমিটেড।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পুঁজিবাজারে টালমাটাল অবস্থার পাশাপাশি এসব ব্যাংকে ঋণের বোঝা দিন দিন বাড়ছে। এছাড়া আর্থিক অবস্থার অবনতি হওয়ায় শেয়ারের দাম কমছে। ফলে এতে ‘পচন’ ধরেছে বলে মনে করছেন তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য মতে, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১৯৯০ সালে তালিকাভুক্ত হয় আইসিবি ইসলামিক ব্যাংক। ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম অভিহিত মূল্যের চেয়ে ৬ টাকা কমে অবস্থান করছে ৪টাকায়।

একই খাতের ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম অভিহিত মূল্যের চেয়ে ১ টাকা কমে অবস্থান করছে ৯ টাকায়। ৫২১ কোটি টাকার বেশি ঋণ থাকা ব্যাংকটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এই দুটি কোম্পানির পাশাপাশি অভিহিত মূল্যের কাছাকাছি অবস্থান করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার। সর্বশেষ তথ্য মতে, এই প্রতিষ্ঠানের শেয়ারের বর্তমান মূল্য ১০টাকা। অর্থাৎ অভিহিত মূল্যের সমান। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে। কোম্পানিটির স্বল্প ও দীর্ঘ মেয়াদী ৯০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

প্রায় একই অবস্থানে স্ট্যান্ডার্ড ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার। এ দুটি ব্যাংকের মধ্যে ২০০৩ সালে তালিকাভুক্ত স্ট্যান্ডর্ড ব্যাংকের শেয়ারের দাম এখন ১০ টাকা ২০ পয়সা। আর ২০০৪ সালে তালিকাভুক্ত হওয়া এক্সিম ব্যাংকের শেয়ার এখন ১০ দশমিক ৮০ টাকায় লেনদেন হচ্ছে। তাও ক্রেতার সংকট।

অপরদিকে ১৯৮৬ সালে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম কমে ১১ টাকায় আবস্থান করছে। ব্যাংকটির সাড়ে ৮০০ কোটি টাকার ঋণ রয়েছে।

১৯৮৩ সালে তালিকাভুক্ত এবি ব্যাংকের শেয়ারের দাম কমে অভিহিত মূল্যের চেয়ে মাত্র ১ টাকা ৪০ পয়সা উপরে রয়েছে। শেয়ারটি গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) লেনদেন হয়েছে ১১ দশমিক ৪০ টাকায়। প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণ রয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি।

এছাড়া প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম ১৩ দশমিক ৩০ টাকায় নেমেছে। ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ব্যাংকটিরও ঋণ রয়েছে দেড় হাজার কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর