নারী উদ্যোক্তাদের প্রতি আমি দুর্বল: এনবিআর চেয়ারম্যান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-13 20:56:54

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘নারী উদ্যোক্তাদের প্রতি আমার দুর্বলতা রয়েছে। তাই তাদের উৎসাহিত করতে আমি সব সময় সহযোগিতা করে থাকি।’

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এবং উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্কস ফর ডেভেলপমেন্ট অ্যাসোনিয়েশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার অব কর্মাস, আত্মা, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির (বিসিসিসিআই) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নারীরা যাতে এগিয়ে যায়, যোগ্য-উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুবিধা করে দিয়েছি। ব্যাংক গ্যারান্টিসহ বেশ কিছু সমস্যার কারণে নারী উদ্যোক্তারা ঋণ নিতে পারছে না। এর জন্য প্রয়োজনে গভর্নরের সঙ্গে আলোচনা করব। কারণ নারীরা ঋণ খেলাপি করে না, তার দেশের বাইরেও চলে যাবে না। তাই নারী উদ্যোক্তারা যখন কোনো সাহায্য চেয়েছেন তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এ হিসেবে নারী উদ্যোক্তাদের প্রতি আমি দুর্বল বলতে পারেন।’

উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্কস ফর ডেভেলেপমেন্ট অ্যাসোনিয়েশনের প্রেসিডেন্ট নাদিয়া বিনতে আমিন বলেন, ‘দেশে নারী উদ্যোক্তা উৎসাহিত করতে নারী চেম্বারগুলোকে অন্তত ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার প্রস্তাব করছি। ১ কোটি টাকার টার্নওভার রয়েছে এমন প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ, নারীদের করমুক্ত আয়ের সীমা ৩ থেকে ৫ লাখ টাকায় উন্নিত করা, করপোরেট কর আগামী ৩ বছর যথাক্রমে ৫,৭ এবং ১০ শতাংশ কমানোর প্রস্তাব করছি।’

বিডব্লিউসিসিআই’র সভাপতি সেলিমা আহমেদ বলেন, ‘বাজেটে নারী-উদ্যোক্তাদের জন্য ১০০কোটি টাকা বরাদ্দ রাখা, আয়কর সীমা ৪ লাখ টাকা করা এবং ব্যবসা শুরুর তিন বছর ট্যাক্স হলিডে রাখার প্রস্তাব করছি।’

এ সম্পর্কিত আরও খবর