পুঁজিবাজারে সূচক কমছেই

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 05:14:52

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ এপ্রিল) সূচক কমে লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১৪ পয়েন্ট।

একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক গত কার্যদিবসের সমান হয়ে যায়। এরপর থেকে সূচক নেতিবাচক হতে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৪ পয়েন্ট কমে। বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪১২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৯৩৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২৪৯ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৯৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ৬২ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইস্টার্ন কেবল, ডাচ-বাংলা ব্যাংক, ফরচুন সু, গ্রামীণ ফোন, মুন্নু সিরামিকস, রেকিট বেনকিজার, ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার এবং মুন্নু স্টাফলার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৬১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৩৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল এক কোটি ১৬ লাখ টাকা।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সমতা লেদার, ইস্টার্ন কেবল, অ্যাপেক্স ফুটওয়্যার, পিপলস লিজিং, ট্রাস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, রেকিট বেনকিজার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

এ সম্পর্কিত আরও খবর