বাজেটে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের দাবি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:37:57

তামাকজাত পণ্য ব্যবহারে ভোক্তাদের নিরুৎসাহিত করতে আসন্ন বাজেটে এই দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপের দাবি জানিয়েছে তিনটি সংগঠন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অর্থনৈতিক গবেষণা ব্যুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্সার সোসাইটি অফ বাংলাদেশ ও তামাক বিরোধী জোট যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক। প্রবন্ধে বলা হয়, তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বাড়ালে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং তামাকের ব্যবহার ও তামাকজনিত মৃত্যু কমে আসবে। প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করতে একটি শক্তিশালী তামাক শুল্কনীতি গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

সংবাদ সম্মেলনে আগামী বাজেটে তামাকজাত পণ্যের উপর করারোপের একটি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো- সিগারেটের মূল্যস্তর চারটি থেকে নামিয়ে দুটি নির্ধারণ করা। নিম্ন স্তরের ১০ শলকা সিগারেটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা, উচ্চ স্তরের ১০ শলকা সিগারেটের খুচরা মূল্য ন্যূনতম ১০৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা ও সকল ক্ষেত্রে প্রতি ১০ শলকা সিগারেট পাঁচ টাকায় সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।

বিড়ির মূল্য বিভাজন তুলে দিয়ে ফিল্টারবিহীন ২৫ শলকা বিড়ির খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ছয় টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা, ফিল্টারযুক্ত ২০ শলকা বিড়ির খুচরা মূল্য ২৮ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ও চার দশমিক আট টাকা সম্পূরক শুল্ক আরোপ করা।

ধোঁয়াবিহীন তামাক জর্দা গুল পণ্যের ট্যারিফ ভ্যালু প্রথা বিলুপ্ত করে সিগারেট ও বিড়ির ন্যায্য মূল্যের ভিত্তিতে কর আরোপ করা, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৩৫ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। প্রতি ১০ গ্রাম জর্দার উপর পাঁচ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের উপর তিন টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক মহিউদ্দিন ফারুক, মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক আহমেদ ফারুক, এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর