দরপতনের প্রতিবাদে ফের রাস্তায় বিনিয়োগকারীরা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 13:25:15

পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে ফের মতিঝিলের রাস্তায় নেমে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা।

স্লোগানের মাধ্যমে তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেন। একই সময় দরপতন ঠেকানোর পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৮-এ দাঁড়িয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বিনিয়োগকারীরা বাজারে আস্থা ফিরিয়ে আনতে ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোর শেয়ার কিনতে বাই ব্যাক আইন করা, আপাতত আইপিওর অনুমোদন বন্ধ ও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ রাখার দাবি জানান।

বিক্ষোভের সময় মতিঝিলের একাংশের রাস্তা বন্ধ ছিল। এ সময় ইত্তেফাক, শাপলা চত্বর রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ ছিল।

এরপর ডিএসইর সামনে থেকে সোয়া ৩টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে ডিএসইর সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার (১১ এপ্রিল) পর্যন্ত টানা চারদিন বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।

এ সম্পর্কিত আরও খবর