ওঠানামা প্রবণতায় পুঁজিবাজারের সূচক

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:08:21

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ এপ্রিল) সূচক ওঠানামা প্রবণতায় চলছে এ দিনের লেনদেন কার্যক্রম।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২২ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ১৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, এরপর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৩৫ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে মাত্র ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৬০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৮১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২০ লাখ টাকা।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, ফরচুন সু, সোনারগাঁও ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, মুন্নু স্টাফলারস, বাংলাদেশ সাবমেরিন কেবল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে টিম্বার, এস্কার নিটিং এবং লিবরা ইনফিউশন।

সিএসই

অন্যদিকে, একই সময়ে সিএসই সাধারণ সূচক (সিএসইএক্স) ২২ পয়েন্ট কমে ৯ হাজার ৭৬৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল এক কোটি ৩৩ লাখ টাকা।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, বাটা সু, রূপালী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, বিডি কম, অলটেক্স, পিপলস ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক এবং ইস্টার্ন কেবল।

এ সম্পর্কিত আরও খবর