লক্ষাধিক উদ্যোক্তার মাধ্যমে ‘নগদ’ -এর ডিজিটাল আর্থিক লেনদেন

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:43:44

লক্ষাধিক উদ্যোক্তার মাধ্যমে ডিজিটাল আর্থিক লেনদেনের সেবা প্রদান করছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। এখন থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেনেও সাহায্য করবেন ‘নগদ’ -এর উদ্যোক্তারা।

এ বিষয়ে বাংলাদেশ ডাক বিভাগ জানায়, বাংলাদেশ ডাক বিভাগের সেবা ‘নগদ’ -এর মূল লক্ষ্য দেশব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই উদ্যোক্তাদের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়া। সামগ্রিকভাবে নগদ দেশের অর্থনীতিতে ক্রমান্বয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তরুণদের মধ্যে কর্মসংস্থানের জায়গাও তৈরি হবে।

গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। গ্রাহকদের জন্য ঝামেলাহীন প্রক্রিয়া নিশ্চিত করতে ইতোমধ্যে ‘নগদ’ -এর ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন উন্মোচন করা হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ক্রেতাদের প্রয়োজন তাদের জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধনকৃত মোবাইল ফোন।

একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কেবল একটি ‘নগদ অ্যাকাউন্ট’ খুলতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর