‘উৎপাদন ও সংযোজন শিল্পের কর কাঠামো থাকবে আলাদা’

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:49:41

উৎপাদনশীল শিল্পকে গুরুত্ব দিয়ে আগামী বাজেটে উৎপাদক ও সংযোজন শিল্পের জন্য কর কাঠামো আলাদা আলাদা থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার (১৭এপ্রিল) এনবিআর সম্মেলন কক্ষে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদক ও আমদানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা দেশীয় শিল্প প্রসারের উদ্দেশ্যে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি। তবে সম্প্রতি আমাদের নজরে এসেছে অনেক বড় বড় ব্র্যান্ড সংযোজন কারখানা স্থাপন করে উৎপাদকের যে সব সুবিধা রয়েছে সেগুলো নিচ্ছে। এতে উৎপাদনমুখী শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা মোকাবেলাই আমরা আগামী বাজেটে সংযোজন শিল্পকে আলাদা করে তাদের জন্য নতুন কর কাঠামো চালু করব। অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যারা বাংলাদেশে সংযোজন কারখানা স্থাপন করেছে। আমি তাদেরকে ম্যানুফেকচারিং কারখানা স্থাপনের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের নানা সুবিধা দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন শিল্পের ব্যপক উন্নয়ন ঘটেছে। বিশেষ করে হালকা প্রকৌশল শিল্পে অভাবনীয় সাফল্য এসেছে। আমরা রফতানি পণ্যের বহুমুখীকরণে জোর দিচ্ছি। তৈরি পোশাক শিল্পের উপর পুরোপুরি নির্ভরশীল থাকা যাবে না। এ খাতে কোনো প্রতিযোগী আসলে বা এ শিল্পের কোনো সমস্যা দেখা দিলে আমাদের রফতানি বাণিজ্যে ধ্বস নামবে। ফলে আমরা চাচ্ছি রফতানি পণ্যের ঝুড়িতে আরও নতুন নতুন পণ্য যুক্ত করতে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য গুরুত্ব পেতে পারে। টিভি, ফ্রিজ, মোবাইলের ব্যপক চাহিদা রয়েছ। যারা এসব পণ্য রফতানি করতে চাই তাদের জন্য আমরা বন্ড সুবিধা এবং কর ছাড়সহ সব ধরনের সুবিধার জন্য সরকারের কাছে সুপারিশ করব।’

এনবিআর শুধু রাজস্ব সংগ্রহের কাজ করে না, শিল্পায়নের জন্যও কাজ করে বলেও জানান তিনি।

এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর