সূচক পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:36:14

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ এপ্রিল) সূচক কমে লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৩০ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক কমার প্রবণতা বাড়তে থাকে। ১০টা ৪৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট কমে যায়। ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক কমে ২০ পয়েন্ট। আর সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৯৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮৮২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২২২ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ১১৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, মুন্নু সিরামিকস, যমুনা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু স্টাফলারস, ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার, এস্কার নিটিং এবং বঙ্গজ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে ৯ হাজার ৯১৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে একই সময়ে তিন কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এসআইবিএল, এসিআই ফর্মুলা, ইউনিক হোটেল, যমুনা ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, ন্যাশনাল টি, স্টান্ডার্ড সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক এবং বঙ্গজ।

এ সম্পর্কিত আরও খবর