পুঁজিবাজারে সিংহ ও ছাগলের বাচ্চার লড়াই চলছে: অর্থমন্ত্রী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-28 01:54:08

দেশের দুই পুঁজিবাজারে সিংহ ও ছাগলের বাচ্চার লড়াই চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বাজারে এই মুহূর্তে আরও ৫০ হাজার না, পাঁচ লাখ কোটি টাকা দেওয়া হলেও থাকবে না, খেয়ে ফেলবে।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের এনইসির সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসই‌সির স‌ঙ্গে বৈঠকের পর আমি বললাম- বর্তমান বাজার যে খারাপ হচ্ছে, এর পেছনে কেউ আছে। পরের দিন ১০০ পয়েন্ট পড়ে গেল। যদি বলতাম- পুঁজিবাজারের অবস্থা খারাপ, তাহলে কী হতো?’

মুস্তফা কামাল ব‌লেন, ‘সামনে বাজেট। পুঁজিবাজার বিষয়ে কিছু না কিছু বাজেটে প্রণোদনা থাকবে। এখন বাজার ভালো হওয়ার কথা। কিন্তু তা না হ‌য়ে খারাপ হ‌য়ে যাচ্ছে। এটি যারা করে তারা বুঝে শুনেই করে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবে।’

বাজারে দু’টি পার্টি রয়েছে উল্লেখ ক‌রে অর্থমন্ত্রী বলেন, ‘এ দু’টি প‌ক্ষের ম‌ধ্যে এক‌টি পক্ষ সিংহ অপরটি ছাগলের বাচ্চা। এই দু’টোকে এক করা সম্ভব নয়। এ পুঁজিবাজার হয় নিজে থেকে ভালো হবে। তা না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া এ বাজার ভালো করা সম্ভব নয়।’

তিনি ব‌লেন, ‘আমরা কয়জনকে বোঝাব। দেশব্যাপী বি‌নি‌‌য়োগকারী র‌য়ে‌ছে। আর পুঁজিবাজা‌রে কম্পনেন্ট একটি নয়, শত শত। এর একটি ঠিক করে ভালো করা সম্ভব নয়। তাই আমা‌দের সবাইকে বোঝাতে হবে- পুঁজিবাজা‌র যেন না বুঝে কেউ না আসে।’

বি‌নি‌য়োগকারী‌দের উদ্দেশে অর্থমন্ত্রী ব‌লেন, ‘বাজার নি‌য়ে ভয় পাওয়ার কারণ নেই। দে‌শের অর্থনী‌তির স‌ঙ্গে তাল‌ মি‌লি‌য়ে পুঁজিবাজা‌রের উন্নয়ন করা হ‌বে। আমরা বারবার এ বাজার‌কে নি‌য়ে নাজুক অবস্থায় পড়‌তে চাই না। মান‌ু‌ষের গালাগা‌লি শুন‌তে চাই না। এজন্য আমরা সব ধর‌নের ব্যবস্থা নেব।’

এ সম্পর্কিত আরও খবর