পুঁজিবাজারে সূচক বাড়ছে, গতি ফিরেছে লেনদেনেও

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা বার্তা২৪.কম | 2023-08-26 13:49:35

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ এপ্রিল) সূচক ও ঊর্ধ্বগতি প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪০ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৮০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৫০ মিনিটে সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় সূচক বাড়ে ৩০ পয়েন্ট। আর বেলা সাড়ে ১১টায় সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২০৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে এক হাজার ৮৪৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে এক হাজার ২০৬ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ১০৮ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল পলিমার, জেনিক্সেল, মুন্নু সিরামিকস, এস্কার নিটিং, অ্যাডভেন্ট, ন্যাশনাল টিউবস, ফরচুন সু, পাওয়ার গ্রিড, ইস্টার্ন কেবল এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ২ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- জেনিক্সেল, ন্যাশনাল ফিড মিল, জিবিবি পাওয়ার, উত্তরা ব্যাংক, ইস্টার্ন কেবল, ঢাকা ডায়িং, সিএনএ টেক্স, ন্যাশনাল পলিমার, ট্রাস্ট ব্যাংক এবং আমরা নেটওয়ার্ক।

এ সম্পর্কিত আরও খবর