‘রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হলে ব্যবসায়ীরা যা চান পাবেন’

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 18:40:26

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী পাঁচ বছর কোনো কর বাড়বে না। শুধু আওতা বাড়বে। তবে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ২৫ হাজার কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা পূরণ হলে ব্যবসায়ীরা যা চান, সব ধরণের প্রণোদনা বা আর্থিক সুবিধা প্রদান করতে বাধ্য থাকব।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করছি আগামীতে কেউ দুর্নীতি করবেন না। কাউকে ঘুষ দেবেন না, নেবেনও না।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় বাজেট পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বিজিএমএইএ সভাপতি রুবানা হক, এফবিসিসিআইর সাবেক সভাপতি একে আজাদ, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, প্রথম আলো সম্পাদক ও নওয়াবের প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ।

মুস্তফা কামাল বলেন, ‘এবার রাজস্ব আহরণ টার্গেট অর্জন করতে হবে। তবে কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবে না। সবার সঙ্গে উইন উইন অবস্থানে রাজস্ব আদায় করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের রাজস্ব টার্গেট পূরণ করে দিন। এরপর আপনারা যা চাইবেন, আমরা তাই  দেব।’

তিনি বলেন, ‘আমার দফতরে একটি অভিযোগ নম্বর থাকবে, যে কেউ যে কোনো সময় অভিযোগ করতে পারবেন। আশা করি প্রথম দিকে অভিযোগের ফোন আসতে পারে, কিন্তু এক সময় আর ফোন আসার প্রয়োজন থাকবে না।’

এর আগে সূচনা বক্তব্যে আগামী বাজেটের জন্য এফবিসিসিআই সভাপতি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও খবর