পচা কোম্পানিগুলোর জন্য তদন্ত কমিশন গঠন করুন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 07:05:32

সর্বশেষ সাত বছরে পুঁজিবাজারে যেসব দুর্বল ও পচা কোম্পানি আনা হয়েছে, তাদের পেছনে কারা রয়েছেন খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

ডিএসইর সাবেক চেয়ারম্যান ফিরোজ রশীদ বলেন, ‘বর্তমান কমিশনের গত সাত বছরে যেসব দুর্বল ও পচা কোম্পানি বিনিয়োগকারীদের খাওয়ানো হয়েছে। এই কোম্পানির বাজারে আনার পেছনে যেসব অডিটর, ইস্যু ম্যানেজারসহ যারা দায়ী, এদের খুঁজে বের করতে আপনি (অর্থমন্ত্রী) একটি কমিশন গঠন করুন।’

আর ভবিষ্যতে কোনো পচা কোম্পানি যাতে পুঁজিবাজারে না আসে, সেদিকে বিএসইসির চেয়ারম্যানকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্লাটফরম উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম।

পচা কোম্পানিতে পুঁজি হারাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা উল্লেখ করে ফিরোজ রশীদ বলেন, ‘বাজার দিনদিন চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছেন। কিন্তু কেন তাদেরকে রাস্তায় নামতে হলো? এর জন্য কারা দায়ী? তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা না।’

জাতীয় পার্টির এই এমপি বলেন, ‘ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মানের হবে বলে সাবেক অর্থমন্ত্রী বলতেন। কিন্তু তার কতটা হয়েছে। আর সেই ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে আমাদেরকে ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে বাধ্য করা হলো। প্রতিটি ২২ টাকা করে বিক্রিতেও বাধ্য করা হলো। পৃথিবীর কোনো দেশে এভাবে শেয়ার বিক্রিতে বাধ্য করা হয়?’

‘এছাড়া শেয়ার বিক্রির সেই টাকাও এখন পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে। বাজারের বর্তমানে অবস্থায় বিনিয়োগ করলে, সেটা আবার হারিয়ে যাবে। এমনিতেই ব্রোকারেজ হাউজ বন্ধ করার উপায়।’

ফিরোজ রশীদ বলেন, অপ্র‘দর্শিত অর্থ তো এমনিতেই বিদেশে পাচার করা হয়। এরচেয়ে ভালো আপনি (অর্থমন্ত্রী) কালো টাকা পুঁজিবাজারে আনার সুযোগ করে দেন। একটা ব্লকে ঐসব টাকা চার থেকে পাঁচ বছর শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছর শতভাগ কর মওকুফের সুযোগ দেওয়া হবে বলে সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন। কিন্তু এখন দুই বছর পর থেকেই কর দিতে হচ্ছে।’ কিন্তু একজন মন্ত্রী পরিবর্তন হলেও সেই কথা পরিবর্তন হওয়া ঠিক না বলে তিনি মনে করেন।

এ সম্পর্কিত আরও খবর