রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচির পরিবর্তন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:00:22

দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পবিত্র রমজান মাসে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নতুন কর্মসূচি অনুযায়ী দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বেলা ২টায়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর এক পরিচালক বার্তা২৪.কম-কে বলেন, 'প্রথম রোজা থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। আর ডিএসই ও সিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।'

ঈদ-উল-ফিতরের ছুটির পর ফের আগের সময়সূচি অনুযায়ী লেনদেন ও অফিস চলবে। রমজানের পর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এ সম্পর্কিত আরও খবর