রমজান মাসে ব্যাংকের সময়সূচি

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:16:32

পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রোববার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে বিরতি থাকলেও রমজানের আগের নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজানের আগের অবস্থায় ফিরে আসবে। 

তফসিলি ব্যাংক মতো বাংলাদেশ ব্যাংকেরও অফিস সময় হবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফতরিক কাজ সম্পন্ন করতে হবে।

এদিকে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ২টায়। 

এ সম্পর্কিত আরও খবর