ব্যাংক-বীমার শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:41:07

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির অধিকাংশ শেয়ারের দাম কমায় রোববার (৫ মে) একদিন অস্বাভাবিক উত্থানের পর টানা দুই দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে।

সোমবারের মতোই মঙ্গলবারও (৭ মে) দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ১০টির শেয়ারের। কমেছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে আটটি ব্যাংকের শেয়ারের দাম।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে পাঁচটির, কমেছে ১৫টির, অপরিবর্তিত রয়েছে তিনটির। এছাড়াও বিমা খাতের ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৩২টি কোম্পানির, অপরিবর্তিত রয়েছে চারটির।

এই তিনটি খাতের কোম্পানিগুলো পুঁজিবাজারে বাজার মূলধনের ৪০ শতাংশ অবদান রাখে। ফলে এসব খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় মঙ্গলবার উভয় বাজারে বড় দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সূচক কমেছে ৫২ পয়েন্ট। আর সিএসইতে কমেছে ১৬৩পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর