পুঁজিবাজারে কমছে সূচক

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:04:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মে) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট। তবে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৩৩ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি ১০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল ১০টায়, প্রথম ২০ মিনিটেই ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক নেতিবাচক হতে শুরু করে। এ সময় সূচক মাত্র ৩ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক গত কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট কমে যায়। ১১টা ৩০ মিনিটে সূচক কমে ৭ পয়েন্ট। আর দুপুর সাড়ে ১২টায় সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৫৬ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে।

এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ১৭০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ১৫০ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ওআইমেক্স, ডেসকো, আইবিপি, পাওয়ার গ্রিড, ফরচুন সু, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, এস্কার নিটিং, স্কয়ার ফার্মা এবং এলএইচবিএল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৩ পয়েন্ট কমে ৯ হাজার ৭৫৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট কমে ১৬ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিএসইতে ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭৩ লাখ টাকা।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- তাল্লু স্পিনিং, আরএকে সিরামিকস, তিতাস গ্যাস, জিকিউ বলপেন, সায়হাম কটন, ওরিয়ন ফার্মা, কেডিএস অ্যাকসেসরিজ, মাইডাস ফাইন্যান্স, আরএন স্পিনিং এবং যমুনা অয়েল।

এ সম্পর্কিত আরও খবর