চূড়ান্তভাবে বৈধ হলো শর্ট সেল

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 19:38:46

বহুল আলোচিত শর্ট সেল ও ইনভেস্টমেন্ট সুকুক আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ মে) কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শর্ট সেল ও ইনভেস্টমেন্ট সুকুক আইনের ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত পর্যালোচনা করে সংশোধন/পরিবর্তন/পরিমার্জন করে কমিশন আইন দুটির অনুমোদন দিয়েছে। যা শিগগিরই গেজেটে প্রকাশ করা হবে।

এদিকে, বিএসইসির ৬৮৬তম কমিশন সভায় মিউচুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর