'নিষিদ্ধ' ৫২ পণ্য বিক্রি করবে না স্বপ্ন

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:58:26

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট কিংবা যথাযথ কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ওইসব পণ্য সুপারশপ স্বপ্ন-এর সব আউটলেটে বিক্রি করা বন্ধ রাখছে।

আরও পড়ুন: প্রাণ-এসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য প্রত্যাহারের নির্দেশ

স্বপ্ন-এর নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির এ ব্যাপারে বলেন, 'বিএসটিআই পরীক্ষায় ৫২টি ব্রান্ডের পণ্য অকৃতকার্য হওয়ায় মহামান্য হাই কোর্টের নির্দেশ জারি এবং বিএসটিআই এর প্রতিবেদন হাতে পাওয়ার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, 'নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যেকোনো পণ্যের গুণগত মানের ব্যাপারে স্বপ্ন কোনোরকম ঝুঁকি আগেও নেয়নি আর আসছে দিনগুলিতেও নেবে না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এই ৫২টি ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ রাখব। একই সাথে সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করব বিকল্প ব্রান্ডের পণ্য কেনার জন্য।'

উল্লেখ্য, গত ১২ মে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে এসব পণ্য প্রত্যাহার করতে বলা হয়েছে। আদালত বলছেন, এসব পণ্য নষ্ট করে ফেলতে হবে যাতে তৃতীয় কারও হাতে না যায়।

এ সম্পর্কিত আরও খবর