এসিআইয়ের সাড়ে ৫৭ কেজি লবণ জব্দ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:43:31

বিক্রয় নিষিদ্ধ এসিআই (পিওর সল্ট) এর সাড়ে ৫৭ কেজি লবণ এবং ১২ কেজি বাঘাবাড়ী-ঘি জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) বাজার সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট টিম।

বুধবার (২২মে) রাজধানীর কাওরান বাজার, মোহাম্মদপুর এবং মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে লবণ ও ঘি জব্দ করেছে। জব্দকৃত লবণের মধ্যে সাড়ে ২৪কেজি এসিআয়ের লবণ ধংস করা হয়েছে।

সম্প্রতি হাইকোর্টকর্তৃক ঘোষিত এসিআই পিওর সল্ট এবং বাঘাবাড়ী ঘিসহ মোট ৫২টি পণ্য বিক্রি এবং বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়। এরপর বিএসটিআই এসআই এবং বাঘাবাড়ী-ঘির উৎপাদনের লাইসেন্স স্থগিত করেছে।

তিনটি অভিযানের মধ্যে সার্ভিলেন্স টিম মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউনহল বাজারের দোকানগুলো থেকে এসিআই পিওর সল্ট ৫০০ গ্রামের ৪৮ প্যাকেট, বাঘাবাড়ী ঘি-৬ কেজি এবং মালিবাগ, পল্টন ও রামপুরা এলাকার দোকান থেকে এক কেজির ৯ প্যাকেট এসিআই পিওর সল্ট, বাঘাবাড়ী ঘি-৬ কেজি জব্দ করেছে।

আর মোবাইল কোর্ট টিম রাজধানীর কাওরান বাজার কিচেন মার্কেটে এসিআই’র গোডাউনে অভিযান চালিয়ে ২৪ দশমিক ৫০ কেজি এসিআই পিওর সল্ট জব্দ করে। এরপর ধংস করেছে।

এ সম্পর্কিত আরও খবর