ইউসিবি'র নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান

ব্যাংক বীমা, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 06:37:28

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন হাবিবুর রহমান। ইউসিবিতে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

সুদীর্ঘ ২৪ বছরের অধিক সময় দেশে ও দেশের বাইরে বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ হাবিবুর রহমান ব্যাংক ইন্দোসুয়েজ, এ এন জেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, টরেন্টো ডমিনিয়ন (টিডি), এইচ এস বি সি, সিটি এবং ইবিএল সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ইবিএলে করপোরেট ব্যাংকিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন।

এর পূর্বে তিনি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন যেখানে ক্রেডিট নীতিমালা পর্যালোচনা, প্রক্রিয়া, পোর্টফোলিও সেগমেন্টেশন মাধ্যম ও তত্ত্বাবধানে অবদান রাখেন।

তিনি টিডি ব্যাংক কানাডা’র টিডি সিকিউরিটিজে (হোলসেল ব্যাংকিং) ডিল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি এছাড়াও এ এন জেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি বাংলাদেশে কর্পোরেট বিজনেসে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করেছেন এবং ব্রাসেলস, বেলজিয়াম থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর