৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 15:10:43

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সম্প্রতি কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সিদ্ধান্তের বিষয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ১১ জুলাই ফারস হোটেলে সিন্দুরপুর হলে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ৫৮ পয়সা, এর আগের অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। এছাড়া গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৮ পয়সা, এর আগের বছর এনএভি ছিল ১৬ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। বর্তমান বাজারে কোম্পানিটির শেয়ার আছে ১২ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ২৯৬টি।

এ সম্পর্কিত আরও খবর