৯দিনের ছুটিতে পুঁজিবাজার

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, | 2023-09-01 07:26:56

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯দিন বন্ধ থাকবে পুঁজিবাজারে লেনদেন। ৩১ মে শুক্রবার থেকে সপ্তাহিক ও ঈদ উপলক্ষে ৯দিনের ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৮ জুন পর্যন্ত।

৯ জুন রোববার থেকে আবারও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, সোমবার সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকলেও ঈদ উপলক্ষে পরিচালনা পর্ষদ মিলে পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ে ডিএসই ও সিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ৯ জুন থেকে আগের নিয়মে অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে দুপুর আড়াইটায়।

এ সম্পর্কিত আরও খবর