বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি : সাবেক দুই বোর্ড সদস্যকে জিজ্ঞাসাবাদ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 13:38:16

ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য একেএম কামরুল ইসলাম এবং জাহাঙ্গীর আখন্দকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে সংস্থাটির পরিচালক একেএম জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। গত সপ্তাহে পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কামরুন্নাহার আহমেদ, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, মো. ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেনকেও জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। তবে বেসিক ব্যাংক অর্থ আত্মসাতের ৫৬ মামলায় তারা কেউ আসামি নন। আসামি করা না হলেও ওই সময়ের পরিচালনা পর্ষদ এবং বোর্ডের চেয়ারম্যানসহ কার কী দায়িত্ব ছিল তা নিরূপণে সংশ্লিষ্ট সবাইকেই পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় আগামী ৪ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। সূত্রমতে, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর পর্যায়ক্রমে ৫৬টি মামলা করে দুদক। মামলায় ২৬ ব্যাংকার এবং ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানসহ ১৫৬ জনকে আসামি করা হয়। দুই বছরের বেশি সময় ধরে মামলাগুলো ‘তদন্তাধীন’ অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনায় তদন্ত কার্যক্রম আবারো শুরু হয়। পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর