অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শুরুতে ডিজিটাল ডিসপ্লে

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 07:38:11

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শুরুতে এবার ডিজিটাল ডিসপ্লের সঙ্গে উপস্থাপন করা হয় একটি ভিডিওচিত্র। ভিডিওচিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টা ১০ মিনিটে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এর আগে দুপুর তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার অথর্মন্ত্রীকে বাজেট উপস্থাপনের বক্তব্য শুরু করার অনুমতি দেন। তিনি বলেন, অর্থমন্ত্রী চাইলে বসেও বাজেট পেশ করতে পারেন। পরে অর্থমন্ত্রী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বসে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

তার আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতি অনুমোদন দেন।

এ সম্পর্কিত আরও খবর