উন্নয়ন ব্যয় ২ লাখ ১১ হাজার কোটি টাকা

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 00:05:17

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এটা অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি প্রথম বাজেট।

তিনি বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করছি। এর মধ্যে উন্নয়নের জন্য ২ লাখ ১১ হাজার ৬৮৩ টাকা এবং পরিচালন ব্যয় ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকার প্রস্তাব করছি।

এর আগের বছর অর্থাৎ ২০১৮-৯১ সালের প্রস্তাবিত বাজেটে ছিল ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ব্যয় বাড়ল ৩২ হাজার কোটি টাকা।

উন্নয়ন ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩১৫ কোটি টাকা। বিশেষ প্রণোদনা বাবদ ব্যয় ১ হাজার ৪৬০ কোটি টাকা রাখার প্রস্তাব করছি। এছাড়াও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে ২ হাজার ১৮৪ কোটি টাকা রাখার প্রস্তাব করছি।’

এ সম্পর্কিত আরও খবর