কমেনি করপোরেট করের হার

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:44:21

২০১৯-২০ অর্থবছের প্রস্তাবিত বাজেটে কমানো হয়নি করপোরেট করের হার। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর থাকবে ২৫ শতাংশ। অ-তালিকাভুক্ত কোম্পানির করের হার আগের মতই ৩৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও মার্চেন্ট ব্যাংকের করপোরেট কর ৩৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে ২০১৯-২০ অর্থবছের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টার পর জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বাজেট। আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর